ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

প্রাথমিক শিক্ষকদের সামাজিক মাধ্যমের তথ্য চায় অধিদপ্তর

Untitled 8 copy 2 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১৭ আগস্টের মধ্যে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য দিতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত ছকে সংশ্লিষ্ট তথ্য অধিদপ্তরে পাঠাতে হবে।

অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক এবং সোশ্যাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন কমিটির আহ্বায়ক আব্দুল আলীম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত আইডি ব্যবহার করে নানা বিভ্রান্তিমূলক, কুরুচিপূর্ণ, নেতিবাচক পোস্ট, মন্তব্য, লাইক, শেয়ার করা হচ্ছে। বিষয়টি খুবই উদ্বেগের এবং এটি সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকার সঙ্গে সাংঘর্ষিক।

এ পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের দাপ্তরিক বা পেশার সঙ্গে সংশ্লিষ্ট ফেসবুক পেজ, ব্যক্তিগত ও দাপ্তরিক আইডি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ সংরক্ষণে রাখা প্রয়োজন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ