
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় বিস্কুটসহ দুই চোরাকারবারি গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার বোগলাবাজার ইউনিয়নের গাছগড়া গ্রামের আবুল কাশেমের পুত্র হাছান আলী (৪৫) ও ধর্মপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র হাবিবুর রহমান (২১)।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মাঝরাতে উপরোক্ত গাছগড়া গ্রামের হাছন আলীর বাড়িতে অভিযান চালিয়ে কথিত হাছান আলী ও হাবিবুর রহমানকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা শূল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ১০ হাজার ৫৯ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট জব্দ করা হয়। পরে তাদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।