
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সর্বোচ্চ ২৭ বার রক্ত দিয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করলেন আহম্মদাবাদ ইউনিয়নের আব্দুল জাহিরের পুত্র আব্দুল মুকিত। শুক্রবার (১১ই আগস্ট) রক্তের বন্ধন চুনারুঘাট পরিবারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এতে ২৭ বার রক্ত দিয়ে সর্বোচ্চ রক্ত দাতা হিসেবে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল হাজী বাড়ির মোঃ আব্দুজ জাহির পুত্র মোঃ আব্দুল মুকিত মানি অতিথিদের কাছ থেকে ক্যাশ গ্রহণ করেন।
চুনারুঘাট উপজেলা রক্তর বন্ধন সংগঠনের চতুর্থ বার্ষিক উদযাপন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক,চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক,সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের ,দেওয়ারগাছ ইউনিয়নের চেয়ারম্যান রুমন ফরাজি,রানীগাও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন,রক্তের বন্ধন পরিবারের সদস্যরা।
এসময় মানবিকতার সেবায় বিভিন্ন জেলা উপজেলার প্রায় ৩০০ রক্তদাতা বিনামূল্যে রক্ত প্রদান করেন। আন্তর্জাতিক আদালতের সাবেক প্রস্টিটিউটর ব্যারিস্টার সায়েদুল হক বক্তৃতা বলেন যে ব্যাক্তি ২৭ বার রক্ত দিতে পারে সে বর্তমান সময়ের মুক্তিযোদ্ধা।