
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগুল কলেজ রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘঠনাস্থলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এসময় একজন গুরুতর আহত হয়। শুক্রবার (১১ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।
নিহত বসির মিয়া (২২) টাকুরের মাটি গ্রামের ছালিক মিয়ার ছেলে। গুরুতর আহত কমিল মিয়া (২৪) একই গ্রামের আব্দুল মালিক ছেলে।
এলাকাবসী সুত্রে জানা যায়, সিলেটগামী একটি কেরিক্যাব বিপরীতমুখি মোটরসাইকেলের ধাক্কায় ঘঠনাস্হলে একজন নিহত ও একজন আহত হয়।স্হানীয় জনতা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করে।
জৈন্তাপর মডেল থানার ওসি ফারুক মোড়ল বলেন দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স পাটিয়েছি লাশ উদ্বার করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।