ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে কাল দুইদিনের সফরে আসছেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে কাল দুইদিনের সফরে আসছেন পররাষ্ট্রমন্ত্রী

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন দুইদিনের সফরে শুক্রবার সিলেট আসছেন। সফরকালে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।

পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব এনামুল হাবিব জানিয়েছেন তিনি শুক্রবার সকালে নভো এয়ারের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং সোয়া ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

তিনি সকাল সাড়ে ১১টার দিকে সিলেট সদর উপজেলা মিলনায়তনে এলজিইডি বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের বিভিন্ন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

ওই দিন সন্ধ্যা ৭টায় সিলেট সার্কিট হাউস মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাগরিক সংলাপ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

পরদিন শনিবার তিনি নগরীর শাহী ঈদগাহে আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। ওইদিন বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ড. একে আব্দুল মোমেন রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ