
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ জন্মবার্ষিকী বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কোম্পানীগঞ্জের অসচ্ছল নারীদের নগদ অর্থ, সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অকিল বিশ্বাস, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবির আহমদ প্রমূখ।