ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মৃত্যুর আগে প্রেমিককে বিয়ে করেছিল ১০ বছরের মেয়েটি!

মৃত্যুর আগে প্রেমিককে বিয়ে করেছিল ১০ বছরের মেয়েটি!

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৃত্যুর আগে লিউকেমিয়া (রক্ত বা অস্থিমজ্জার ক্যানসার) আক্রান্ত ১০ বছর বয়সী মেয়েটি খুব করে চেয়েছে তার শৈশবের প্রিয় মানুষটার সাথে গাঁটছড়া বাঁধতে। আর সেই চাওয়াও পূরণ হয়েছে তার মৃত্যুর মাত্র ১২ দিন আগে।

লিউকেমিয়া আক্রান্ত ইমা এডওয়ার্ড ও তার শৈশবের প্রেমিক ড্যানিয়েল মার্শাল ২৯ জুন বিয়ে করেছিল। তার ১২ দিন পরই পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমায় ইমা।

গত বছরের এপ্রিল মাস থেকেই লিউকেমিয়ার চিকিৎসা নিচ্ছিল ইমা। তারা বাবা-মা ভেবেছিলেন হয়তো তাদের এই ছোট্ট কন্যা ক্যানসারকে হারিয়ে দিতে পারবে। তবে চলতি বছরের জুনে জানা যায়, ইমার হাতে আর মাত্র অল্প কয়েকদিন সময় আছে। জীবনঘাতী এই অসুখের কাছে তাকে হার মানতেই হবে।
আর এই খবর পাওয়ার পরই ইমা ও ড্যানিয়েলের মা-বাবা তাদের বিয়ের আয়োজন করে। এই ছোট্ট বিয়ের আয়োজনে একশ’ অতিথিকেও আমন্ত্রণ জানানো হয়। আর সেই বিয়ের ধুন না কাটতেই ইমার কাছে আসে পরপারের ফরমান। অনন্তের পথে ছুটতে বাধ্য হয় দশ বছরের ছোট্ট মেয়েটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ