
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাওঁ গ্রামে জুবায়ের আহমদ (১৬) নামের এক সিএনজি চালক সোমবার (৭ আগষ্ট) গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের রব্বান মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মঙ্গলবার(৮ আগষ্ট) সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ওই গ্রামের রব্বান মিয়ার ছেলে জুবায়ের আহমদ প্রতিদিনের ন্যায় সিএনজি চালিয়ে বিকাল ৫ টার দিকে বাড়ী গিয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা হয়ে গেলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজার ফাঁক দিয়ে দেখতে পান ঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাস লাগিয়ে নিথর দেহ ঝুলে রয়েছে।
তাৎক্ষণিকভাবে ওড়না কেটে নীচে নামানোর পর পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে এসআই গৌতম দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশের সুরতহাল শেষে মৃতদেহ থানায় নিয়ে আসেন। মৃত্যুর কারন জানা যায়নি।