ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর মিয়ারচর ঘাটে দেবোত্তর এস্টেটের নাম বালুভর্তি নৌকা থেকে চাঁদা আদায়ের অভিযোগে লিটন মিয়া নামে এক চাঁদাবাজকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকৃত ব্যক্তি লিটন মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার সত্তিস গ্রামের মিয়াজ আলীর ছেলে।
সোমবার বিকেল ৪টায় যাদুকাটা নদীর মিয়ারচর ঘাটে এ ঘটনা ঘটেছে। জানাযায়,দীর্ঘদিন ধরে একদল চাঁদাবাজ যাদুকাটা নদীর মিয়ারচর ঘাটে বালুভর্তি নৌকা থেকে চাঁদা আদায় করছে। এময় প্রশাসনের লোকজন দেখে চাঁদাবাজরা দ্রুত পালিয়ে যায়।
তবে চাঁদাবাজিতে নিয়োজিত লিটন মিয়াকে ভ্রাম্যমাণ আদালত আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করে ছেড়ে দেয়া হয়। তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান রনি এ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,কেনো অনিয়ম সহ্য করা হবে না।










