ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

‘বন্যার পানিতে ডুবে’ কৃষক নিখোঁজ

‘বন্যার পানিতে ডুবে’ কৃষক নিখোঁজ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :চট্টগ্রামের লোহাগাড়ায় আসহাব মিয়া (৬৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চট্টলা পাড়ার মৃত কালা মিয়ার ছেলে।

সোমবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বাজার থেকে ফেরার পথে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পদুয়া বাজার থেকে আসহাব মিয়া বাড়ি ফিরছিলেন। যে রাস্তা দিয়ে ফিরছিলেন তার দুই পাশে পানির গতিবেগ ছিল বেশি। এরপর থেকে তাকে এখনো পাওয়া যায়নি। তিনি বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিবারের লোকজনের সঙ্গে স্থানীয়রাও আসহাব মিয়াকে খোঁজাখুঁজি করছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ বলেন, আসহাব মিয়ার নিখোঁজের বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি। সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ