ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

শান্তিগঞ্জে বজ্রপাতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

শান্তিগঞ্জে বজ্রপাতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের সময় পানিতে ডুবে মোতালিব হোসেন (২৪) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার ৭ আগস্ট) নিখোঁজ যুবককে উদ্ধার করা যায়নি বলে শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জানিয়েছেন। তিনি বলেন, মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়া যুবককে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস সদস্যরা।

এর আগে রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোতালিব উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের নাছির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো রোববার সকালে ছেলেকে নিয়ে মাছ ধরতে যান নাছির মিয়া। দিনভর মাছ ধরে বাড়ি যাওয়ার পথে সন্ধ্যায় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত আঘাত হানলে নৌকা থেকে পড়ে যায় মোতালিব। এরপর থেকে খুঁজে পাওয়া যায়নি।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার কবির হোসেন বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে আমাদের প্রাণান্ত চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ