ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

দোয়ারাবাজারে অজ্ঞাত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

Untitled 4 copy - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের কাটাখালী বাজারের সুরমা মার্কেটের সামনের বারান্দা থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে যানা যায়, সোমবার সকালে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ কাটাখালী বাজারের সুরমা মার্কেটের বারান্দায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।স্থানীয়রা জানান, গত ৬/৭ মাস যাবত কাটাখালী বাজারে ঐ ব্যক্তি অবস্থান করছেন। অজ্ঞাত ব্যক্তির শরীরের বাম হাতের কজ্বি হতে আঙ্গুল পর্যন্ত পচনশীল অবস্থায় বাজারে ঘোরাঘুরি করতেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি, পরিচয়বিহীন লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানার অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ