ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

লাখাইয়ে বাবাকে মারধরের অভিযোগে ছেলে গ্রেফতার

লাখাইয়ে বাবাকে মারধরের অভিযোগে ছেলে গ্রেফতার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের লাখাইয়ে বাবাকে মারধর ও টাকা আত্মসাৎ মামলায় লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সামছুল ইসলামের মা মিলন বেগমের করা মামলায় শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সামছুল উপজেলার মানপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, অ্যাডভোকেট সামছুল ইসলাম তার বাবাকে মারধর করে জোরপূর্বক সাদা কাগজে টিপসই নেন। এ ছাড়া তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানের মোটা অংকের টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে তার মা বাদী হয়ে শনিবার সকালে লাখাই থানায় মামলা করেন।

সামছুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ