ইউকে বুধবার, ২৮ মে ২০২৫
হেডলাইন

রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী পালন

রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাত বার্ষিকী পালন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের পরিবারের পক্ষ থেকে উনার ৩৯তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। আজ থেকে ৩৯ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

দিনটি উপলক্ষে রোববার(৬ আগস্ট) সকালে তাঁর গ্রামের বাড়ি বিরাহিমপুরে বাদ আসর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ কর্মসূচী ও বাদ আসর দরগাহই হযরত শাহাজাল (রহ.) এর মাজার মসজিদ, হযরত শাহপরান (রহ.) এর মাজার মসজিদ ও কলাবাগানস্থ লতিফিয়া হাফিজিয়া মাদরাসায় মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।

হযরত শাহপরান (রহ.) এর মাজার মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে উনার পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুমের বাতিজা বাবর আলী খান। আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আশিক আহমদ, মহানগর স্বেচ্ছসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপি নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আব্দুল মানিক, মাহবুব আলম, অর্জুন, জালালাবাদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফয়েজ খান কামাল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু, বিএনপি নেতা দিলওয়ার আহমদ, জেলা শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ