
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নাজিরবাজারে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে আম্বরখানা ঢালাই শ্রমিক সমিতি লিমিটেড এর নেতৃবৃন্দ।
রবিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় ঢালাই সমিতির অফিসে আহত ও নিহত পরিবারের মাঝে এই নগদ অর্থ প্রদান করা হয়।
সমিতির পক্ষ থেকে আহতের ৫হাজার ও নিহত পরিবারের সদস্যদের হাতে ৮হাজার টাকা করে দেওয়া হয়।
এসময় বক্তারা বলেন, ঢালাই শ্রমিকরা পরিবারের সদস্যদের ভালোমতে চলার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ছাদ ঢালাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে যাচ্ছিলেন। প্রতিদিন কাজ করে যে টাকা উপার্জন করতেন, তা দিয়েই তাদের পরিবার চলতো। প্রতিদিনের মতোই গত ৭ জুন শ্রমিকরা তাজপুরে ঢালাইয়ের কাজ করার জন্য যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১৫ জন শ্রমিক নিহত হন এবং আহত হন অনেকেই। নিহত পরিবাররা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা আজ অসহায় হয়ে পরেছে। আহতরা এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এইসব পরিবারের পাশে অনেকেই দাঁড়িছেন, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। বক্তারা এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
আম্বরখানা ঢালাই শ্রমিক সমিতির সভাপতি পলাশ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রেলো ভূঁইয়ার পরিচালনায় অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন ঠিকাদার মো. মোস্তফা মিয়া, মো. বাদশা মিয়া, মো. নওশাদ মিয়া, মো. আব্দুল আজিজ, মো. খোজেদ নূর, সমিতির সহ সভাপতি মো. বোরহান উদ্দিন, কোষাধ্যক্ষ মো. শপর আলী প্রমুখ।