ইউকে বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
হেডলাইন

‘সাহিত্য সংসদ, ইউকে’র নির্বাহী কমিটি গঠন

uk 20230806064738 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংস্থা ‘সাহিত্য সংসদ, ইউকে’র কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ৩০ জুলাই দেশটির লিডস শহরে এই কমিটি গঠিত হয়।

২৩ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদ ২ বছর। সাহিত্যে গবেষণার অগ্রগতির সাথে সাথে একটি প্রাণবন্ত সাহিত্যিক এবং কাব্যিক সম্প্রদায় গড়ে তোলার লক্ষ্যে কবি, লেখক ও গবেষকদের সমন্বয়ে গঠিত হয় এই সংগঠন।

একটি অগ্রগামী উদ্যোগ হিসাবে যুক্তরাজ্যের লেখক, কবি, পণ্ডিত এবং সাহিত্য উৎসাহীদের সমর্থনে, বহুমুখী কর্মশালা, সাহিত্য উৎসব এবং গবেষণাসহ বিভিন্ন কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে ‘সাহিত্য সংসদ,ইউকে’ এর যাত্রা শুরু করা হয়।

সাহিত্য সংসদ, ইউকের মূল উদ্দেশ্য
১. সাহিত্য শিল্পের প্রচার: সৃজনশীলতাকে উদ্দীপিত করা, ধারণার আদান-প্রদানকে উৎসাহিত করা এবং সমস্ত ধারায় সাহিত্য শিল্পের বিকাশকে লালন করা।

৪. সম্প্রদায়ের সম্পৃক্ততা: পরিষদ সাহিত্যিক অনুষ্ঠান এবং উৎসবের আয়োজনের মাধ্যমে সম্প্রদায়ের বোধ জাগিয়ে তোলা এবং পড়ালেখার আনন্দকে প্রচার করা।

৫. সাহিত্য সমমনা সংগঠন, বিশ্ববিদ্যালয় এবং সাহিত্য ও কবিতার প্রতি অনুরাগ শেয়ার করা ব্যক্তিদের সহযোগিতাকে স্বাগত জানানো।

কার্যকরী কমিটিঃ
সভাপতি: আহমেদ সৈয়দ শাহনুর
নির্বাহী সভাপতি: হাসনাত আনোয়ার
সহ-সভাপতি: মো. ইলিয়াস আলী
সহ-সভাপতি: তাবেদার রসুল বকুল,
সহ-সভাপতি: আবুল কালাম আজাদ।
সাধারণ সম্পাদক: সৈয়দ আনোয়ার রেজা
যুগ্ম সাধারণ সম্পাদক: লুৎফুর রহমান চৌধুরী
কোষাধ্যক্ষ: ড. রুমানা হুসেইন
সাংগঠনিক সম্পাদক: কলন্দর তালুকদার
সহ-সাংগঠনিক: ছৈফুর রহমান
সাংস্কৃতিক সম্পাদক: সৈয়দ হাসান
প্রচার ও দপ্তর সম্পাদক তৌফিক জামান
আন্তর্জাতিক সম্পাদক: রব দেওয়ান মুর্শেদ
ধর্ম বিষয়ক সম্পাদক: মো. মুহিবুর রহমান
গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ শাহআজম কোরেশী
সাহিত্য ও কর্মশালা সম্পাদক: জাহাঙ্গীর আলম

কার্যনির্বাহী সদস্য
মো. মোস্তাফিজুর রহমান
মিজান লিঠু
আফিয়া বেগম শিরি
ওয়াহিদ জালাল
নোমান আল মনছুর
শাহ কামাল আহমেদ
তাসফিন আল জামান ভূইয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ