
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। রোববার (৬ আগস্ট) বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের মীরনগর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহত ৫ জনের মধ্যে চালক রুবেল মিয়া ও মোজাম্মেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অপর আহতরা হলেন- দুই ট্রাক চালকের সহকারী রায়হান, রিফাত ও শামীম।
দুর্ঘটনায় দুমড়েমুষড়ে ট্রাক দুটির ভেতর থেকে আহত ৫ জনকে উদ্ধার করে মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল হক জানান, আহত দুই চালকের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুইটির বিভিন্ন অংশ কেটে আহতদের উদ্ধার করা হয়। এ সময় মহাসড়কের দু’পাশে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।