ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বিশিষ্ট লেখক, শিশু সংগঠক, সমাজসেবক, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সহধর্মিণী অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি।

আজ (শুক্রবার) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘অধ্যাপক পান্না কায়সার মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অসামান্য অবদান রেখে গেছেন। লেখক হিসেবে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প, উপন্যাস লিখে আমাদের সাহিত্যের ভান্ডার সমৃদ্ধ করেছেন। তিনি শিশু-কিশোর সংগঠক, সমাজ সেবক, রাজনীতিবিদ ও সংসদ সদস্য হিসেবে এদেশের মানুষের কল্যাণে অনেক কাজ করে গেছেন। তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

শোকবার্তায় তিনি মরহুম পান্না কায়সারের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ