ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা ৪ লাখ

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা ৪ লাখ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪ ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে যাদুকাট নদী তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪টি নৌকা আটক করে থানায় নিয়ে আসেন ভ্রাম্যমান আদালত। রাতে থানা প্রাঙ্গনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিন্নাকুলি গ্রামের সৈয়দ আলী, আবুল ফজল, সংগ্রামপুরের আনোয়ার হোসেন ও শক্তিয়ার খলা গ্রামের জাহের আলীকে ৪ লাখ টাকা জরিমানা করেন ইউএনও সুপ্রভাত চাকমা।

সুপ্রভাত চাকমা জানান, অবৈধভাবে নদী তীর কেটে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ