ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

মেসি ঝলকে আবারও বড় জয় মায়ামির

মেসি ঝলকে আবারও বড় জয় মায়ামির

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মেসি ঝলকে আবারও বড় জয় পেল ইন্টার মায়ামি। আমেরিকান লিগস কাপে আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোলে ওরলান্ডো সিটিকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোকে উঠেছে জেরার্ড মার্টেনোর শিষ্যরা।

ডিআভি পিএনকে স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে মাঠ মাতিয়ে রাখে ইন্টার মায়ামি। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দলটির।

সপ্তম মিনিটে ফিনল্যান্ডের মিডফিল্ডার রবার্ট টেইলরের বাড়ানো বলে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। ১৭ মিনিটে ম্যাচে ফেরে ওরলান্ডো সিটি। ১-১ সমতায় বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে এগিয়ে যায় মায়ামি। ৭২ মিনিটে নিজের জোড়া পূর্ণ করে দলকে ৩-১ গোলের জয় এনে দেন মেসি।

মায়ামির জার্সি তিন ম্যাচে মাঠে নেমে পাঁচটি গোল পেয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ