ইউকে বুধবার, ২৮ মে ২০২৫
হেডলাইন

জায়েদ খানের জন্মদিনে”স্বাধীন বাবুর “ইতিহাস তুমি জায়েদ খান”

জায়েদ খানের জন্মদিনে”স্বাধীন বাবুর “ইতিহাস তুমি জায়েদ খান”

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :এই প্রজন্মের কন্ঠ শিল্পী সুরকার গীতিকার ও মিউজিক কম্পোজার, স্বাধীন বাবু গাইলেন ইতিহাস তুমি জায়েদ খান ।গানটি উপহার দিলেন চিত্র নায়ক জায়েদ খান কে,গানটির অংশ বিশেষ মুক্তি পায় চিত্র নায়ক জায়েদ খানের ফেসবুক ভেরিফাইড আই ডি থেকে।বেশ জনপ্রিয়তা পেতে যাচ্ছে গানটি, গানটি কে ঘিরে কন্ঠ শিল্পী স্বাধীন বাবু বলেন।

ভালবাস থেকে রচনা করেছি গানটি।দাদা কে অনেক ভালবাসি। যদি ও কাছ থেকে দেখা হয়নি কখনো।তবুও দাদার উদারতা আমাকে মুগ্ধ করে।যে মানুষ শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ী হয়েও তার আসনে বসেনি।ছিন্নমূল শিশুদের দের সময় দেন।
অসহায় মানুষের পাশে দাড়ান। এগুলো সবই ইতিহাস।

পরিশেষে বলতে চাই।মানুষটি সব সময় সুস্থ ও সুন্দর থাকুক এই কামনা আমার চিরোদিনের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ