ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

জগন্নাথপুর পৌরসভার ৯০ কোটি ৮২ লাখ টাকার বাজেট ঘোষণা

359293512 1422255391670045 4940820317599247020 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে পৌর পরিষদ মিলনায়তনে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন মেয়র আক্তার হোসেন।

৯০ কোটি ৮২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়, ২ কোটি ৩২ লাখ আর উন্নয়ন আয় ধরা হয়েছে ৮৮ কোটি ৫০ লাখ টাকা।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা। রাজস্ব ব্যয় ২ কোটি ২২লাখ ৮০ হাজার এবং উন্নয়ন ব্যয় ৮৮ কোটি ৫০ লাখ টাকা। সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ৯ লাখ ২০ হাজার টাকা।

বাজেট অধিবেশনে মেয়র আক্তার হোসেনের সভাপতিত্বে ও পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় এতে বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হেলাল আবেদীন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক আব্দুল হাই, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক, কামাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ