ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বাঁধন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মানববন্ধন

Badon News Pic 1 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৩ উপলক্ষে “মানুষই মূখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ করুন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁধন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। মাদকের ভয়াল ভয়ংকর ছোবল থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই রক্ষা করতে হবে। এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, উদ্বুদ্ধকরণ কর্মসূচি জোরদার এবং আইনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কামাল আহমদ খান, আরিফ মতিন চৌধুরী, মাহমুদুর রহমান চৌধুরী শিপু, ফয়সল বিল্লাহ, রাশেদুল আলম আরিফ, আব্দুল হাকিম, সৈয়দ কুটন আলম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ