ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

পাকিস্তানে রাজনৈতিক র‍্যালিতে বিস্ফোরণ, নিহত ২০

6 samakal 64c66ba34e0b5 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : পাকিস্তানে ইসলামপন্থী রাজনৈতিক দলের র‍্যালিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজনের বেশি মানুষ। খার তহসিল এলাকায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে রোববার বিস্ফোরণটি হয়। খবর বিবিসির

কর্তৃপক্ষ এলাকাটিকে ঘিরে রেখেছেন। তারা ধারণা করছেন-মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে। তবে পুলিশ এখনও বিস্ফোরণের কারণ জানাতে পারেনি।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় র‍্যালিতে বিস্ফোরণের ঘটনাটি একটি স্থানীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। সেখানে দেখা গেছে, অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

নিহতদের মধ্যে খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও রয়েছেন বলে জানা গেছে।

জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ বলেন, ‘আজ আমার সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু কিছু ব্যক্তিগত কাজের জন্য প্রতিশ্রুতি রাখতে পারিনি।’

তিনি বলেন, ‘আমি যে রিপোর্ট পেয়েছি তাতে ১০-১২ জন কর্মী শহীদ হয়েছেন। এক ডজনেরও বেশি আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আজকের ঘটনাটি মানবতা এবং বাজাউরের ওপর আক্রমণ ছিল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ