ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে ২১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৫ জন আটক

355592 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটে অবৈধভাবে আসা ভারতীয় চিনির বড় চালান জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৯ জুলাই) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম কোতোয়ালি থানা সংলগ্ন সড়ক ও জনপদ কার্যালয়ের সামনে সুরমা নদী থেকে ২টি ইঞ্জিনচালিত নৌকা ভর্তি ১৩ লক্ষ ১৪ হাজার টাকার ২১৯ বস্তা ভারতীয় চিনি জব্দ ও ৫ চোরাকারবারিকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন-গোয়াইনঘাট উপজেলার ল্যাংগুরা গ্রামের আব্দুল খালিকের ছেলে আলী আহমদ (২৫), আহমদ আলীর ছেলে সোলোমান আহমদ (২৮), একই উপজেলার ডাকাতির কান্দি গ্রামের মনু মিয়ার ছেলে সাইফুর রহমান (২১), জহির উদ্দিনের ছেলে জুনায়েদ আহমদ (২১) ও মৃত আব্দুল মন্নানের ছেলে মো. নুরুল আমিন (৩১)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরে আটক ৫ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়েরপূর্বক তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ