ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মৌলভীবাজারে ৪ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

মৌলভীবাজারে ৪ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জালাল মিয়া নামে ৪ বছরের সাজা ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এর সার্বিক দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক তদন্ত ও অপারেশন এর তত্ত্বাবধানে এসআই রতন কুমার হালদার, এএসআই মাহবুবুল আলম,এএসআই/ জাহাঙ্গীর ও কং/ নাসির সহসঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মৌলভীবাজার সদর থানার নারায়নপাশা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

জালাল মিয়া মৌলভীবাজারের নারায়নপাশা গ্রামের উন্দা মিয়া ছেলে।

গ্রেফতারকৃত আসামি জালাল মিয়া জিআর-৮৪/২০১৮(সদর) সাজা পরোয়ানাভুক্ত ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০০/- অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী।

উল্লেখিত আসামি ২০১৮ সালে অএ থানায় কর্মরত থাকাকালীন সময় (সাবেক) বর্তমানে চট্টগ্রামে কর্মরত এ এস আই বিকাশ চন্দ্র দাস কে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করেছিলেন। পরবর্তীতে বিকাশকে ঢাকা সিএমএইচে উন্নত চিকিৎসা শেষে সুস্থ্য হন।

গ্রেফতারকৃত আসামীকে শনিবার ২৯ জুলাই ২০২৩ আদালতে প্রেরন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ