
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জাতির বিবেক উল্লেখ করে বলেন,দেশ ধ্বংসের হাত থেকে রক্ষা ও জাতি গঠনে মিডিয়ার বিরাট দায়িত্ব আছে।লেখনীর শক্তি অনেক। কলম সবচেয়ে বেশি শক্তিশালী। উপনিবেশবাদকে মিডিয়া থেকে পরাভূত করতে হবে।ঔপনিবেশিক চিন্তা ও ধ্যান-ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন,আজ ফেসবুকে দেখলাম একজন নামকরা যুৎসই সাংবাদিক নিউইর্য়কে বসে আমার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে লিখছেন আমি না কি নিউইয়র্কে বিল্ডিং তৈরী করছি। তিনি এই অপপ্রচারকারীকে একজন “কুলাঙ্গার” আখ্যায়িত করে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন,সত্য তথ্য থাকলে নিয়ে আসুন।
শুক্রবার (২৮ জুলাই ) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি দৈনিক সিলেট ডটকম এর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন,সরকার সবসময় যে ঠিক ঠিক কাজ করে তা আমরা বলছি না।আপনারা গঠনমূলক সমালোচনা করুন। ইতিবাচক কিংবা অবজেকটিভিটি(বস্তুনিষ্ঠতা) সংবাদে থাকলে কারো কোন আপত্তি নেই। তিনি মিথ্যা তথ্য প্রচারকারী অপসাংবাদিকদের প্রতিহত করতে সাংবাদিকদের আহবান জানান।
নিবন্ধিত অনলাইন গণমাধ্যম দৈনিক সিলেট সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও এতে আরো বক্তব্য রাখেন,সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, ক্লাবের সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম,ক্লাব সদস্য মো: আলমগীর আলম,এম এ ওয়াহিদ চৌধুরী, আব্দুল হাসিব প্রমুখ।
বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে দৈনিক সিলেটডটকমের সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের নিজস্ব প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।