ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেট স্টেশন ক্লাবের নবাগত সদস্য বরণ

সিলেট স্টেশন ক্লাবের নবাগত সদস্য বরণ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর নতুন সদস্য ফায়েজ সালেহীন, মো. মাসরুর আলম ও সাদাত চৌধুরী এর বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলীর পরিচালনায় সদস্য বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত সদস্য ফায়েজ সালেহীন, মো. মাসরুর আলম ও সাদাত চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট স্টেশন ক্লাব পরিচালনা পর্ষদের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) দেলোয়ার জাহান চৌধুরী আপেল, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) নেহাল মোহাম্মদ হাসনাইন, পরিচালক (ক্রীড়া) মুফতি এএস শামীম আহমদ, পরিচালক (বিনোদন) কয়ছর আহমেদ এলাইছ আব্দুল মুমিন, পরিচালক (সাংস্কৃতিক) তাহমিনুল ইসলাম খান এডভোকেট, পরিচালক (আপ্যায়ন) মিসবাহ উদ্দিন চৌধুরী রূপন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত ক্লাব সদস্যদেরকে উত্তরীয় ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী। অনুষ্ঠানে ক্লাবের নবীণ-প্রবীণ সদস্য ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ