
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বিবস্ত্র নারীর ভিডিও ঘিরে উত্তাল ভারতে এবার নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। এ নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। গতকাল সোমবার নতুন ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক যুবক মাটিতে থাকা এক অচেতন ব্যক্তিকে প্রস্রাব করে দিচ্ছেন। খবর এনডিটিভির।
৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবক ওই ব্যক্তির মাথায় লাথিও মারছেন। এ ছাড়া যুবক ও তার বন্ধুরা ভুক্তভোগীকে যে নির্যাতন করছেন তার শব্দও শুনতে পাওয়া যায়।
এনডিটিভি জানিয়েছে, এ ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পরেই পুলিশ পদক্ষেপ নেয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, এ ভিডিও প্রায় তিন থেকে চার মাস আগের।
ডেপুটি পুলিশ কমিশনার সুরাজ কুমার বলেছেন, অভিযুক্ত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে। সুরাজ কুমার জানান, তদন্তের পর পুলিশ ভুক্তভোগীর পক্ষ থেকে আগ্রার কোনো থানায় অভিযোগ পায় নি। পরবর্তীতে জানা যায়, এই ভিডিও তিন-চার মাস আগের এবং অভিযুক্তের নাম আদিত্য।
এ নিয়ে আরও তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।