ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে অস্ত্র নিয়ে মহড়া: আফতাব কারাগারে প্রেরণ

sylhet samakal 64be4e7ab3a64 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট সিটি করপোরেশনে (সিসিক) নির্বাচনকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় আলোচনায় আসা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খাঁনকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক আব্দুল মোমেন তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদলতের পাবলিক প্রসিকিউটর জুবায়ের বখ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৮ মে কাউন্সিলর আফতাব দলবল নিয়ে ৭নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী সায়িদ আব্দুল্লাহর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেন। মহড়ার কয়েকদিন পর এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতির অভিযোগে সায়িদ আব্দুল্লাহ থানায় মামলা করেন। পাল্টা মামলা করেন আফতাব হোসেন খানও। মামলা ও ভিডিও ভাইরালের পর আফতাব হোসেনের প্রার্থিতা বাতিল করা হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন নি। মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সোমবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চাইলে শুনানি শেষে আদালত তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ