ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে বাংলাদেশিদের জয়

kuwait 20230722180011 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :কুয়েত ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২২০২২-২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ১৬টি দল টুর্নামেন্টে অংশ নেয়। কুয়েতের সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার (২০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

১৬টি দলের সঙ্গে খেলে ফাইনালে আসে প্রবাসী বাংলাদেশিদের দল মারাফি বেঙ্গল টাইগারস এবং ভারতীয় প্রবাসীদের দল ইন্ডিয়ান ব্যাটেলার।

খেলার টসে জিতে মারাফি বেঙ্গল টাইগারস ফিল্ডিং নেয়। প্রথমার্ধে ইন্ডিয়ান ব্যাটেলার ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪২ রান করে। ১৪৩ রানের টার্গেট নিয়ে মারাফি বেঙ্গল টাইগারস মাঠে নামে। ১৮ ওভার তিন বলে পাঁচ উইকেটে ম্যাচ জিতে শিরোপা অর্জন করে তারা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হৃদয়।

পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, মারাফি বেঙ্গল টাইগারসের অধিনায়ক রাকিবুল হাসান রাজিনসহ প্রবাসীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ