ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দলবেধে মন্তব্য করে বেড়ায় না: পররাষ্ট্রমন্ত্রী

পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দলবেধে মন্তব্য করে বেড়ায় না: পররাষ্ট্রমন্ত্রী

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রীর আহবান
গণমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়। নিজেদের এদেশের সম্রাট মনে করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেট শিল্পকলা একেডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলো। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কি করলো সাথে সাথে চিৎকার। এটি অভন্তরীণ বিষয়ের উপর হস্তক্ষেপ। যা জেনেভা কনোভেশনের ধারে কাছেও নেই।

পৃথিবীর আর কোথাও একটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেধে মন্তব্য করে বেড়ায় না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতেও আহ্বান জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ