ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

জগন্নাথপুরে ৫ বছর আগের পাওনা টাকা উদ্ধার করে দিলেন ওসি

জগন্নাথপুরে ৫ বছর আগের পাওনা টাকা উদ্ধার করে দিলেন ওসি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ বছর আগের পাওনা ৪ লাখ ২০ হাজার টাকা পাওনাদারকে উদ্ধার করে দিলেন থানার ভারপ্রাপ্ত (ওসি) মিজানুর রহমান।

গতকাল বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানায় দু’পক্ষের আপোষ মিমাংসায় এ টাকা বুঝিয়ে দেওয়া হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মিজানুর রহমান জানান, বিগত ৫ বছর আগে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামের আব্দুর গফুর একই গ্রামের সাবেক মেম্বার (ইউনিয়ন পরিষদের সদস্য) জুয়েল মিয়া নিকট বেড়িবাঁধের মাটি কাটা বাবদ ৪ লাখ ২০ হাজার টাকা পাওনা ছিল। ৫ বছর ধরে পাওনাদার এ টাকা কোনোভাবে না পেয়ে থানার ওসিকে জানান।
পরে থানার ওসির একান্ত প্রচেষ্টায় দু’পক্ষ নিয়ে আপোষ মিমাংসার মাধ্যমে পাওনা সব টাকা বুঝিয়ে দেওয়া হয়। এতে সন্তুষ্টি প্রকাশ করেন পাওনাদার আব্দুর গফুর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ