ইউকে রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

ছাতকে বিদেশীমদসহ যুবক গ্রেফতার

354949 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :  সুনামগঞ্জের ছাতকে ৩৯ বোতল বিদেশীমদসহ মো. শাওন (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ জুলাই) রাতে নোয়ারাই বাজার রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: শাওন দোয়ারাবাজার উপজেলার চাটুরপাড় গ্রামের আব্দুল সেলিমের ছেলে।

জানা যায়, গত শনিবার (১৫ জুলাই) রাতে নোয়ারাই বাজার টু বালিউড়া বাজারগামী পাকা রাস্তার উপড়ে গোপন সংবাদের ভিত্তিতে গোপন অভিযানে বিদেশীমদ সহ দোয়ারাবাজার উপজেলার চাটুরপাড় গ্রামের আব্দুল সেলিমের ছেলে মো. শাওন (২৩) নামের যুবককে আটক করে পুলিশ।

এসময় তার হেফাজতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করা হয়।

ছাতক থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ