ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় কামাল বাজার ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

e2a76e7a 0cea 40be 8fb3 90f6d7301c1b - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় করে কামাল বাজার ইউনিয়ন বিএনপি উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর কামাল বাজার হাসিমী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাঁর রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী গুলজার আলী, সিলেট জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদকএনামুল হক মাক্ষু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী বশির মিয়া, আং ওহাব সেলিম মিয়া, ইউনিয়ন বিএনপি সাধারণত সম্পাদক দিলোয়ার হুসেন, যুগ্ম সম্পাদক সুমন আহমদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিম, গিয়াস মিয়া, আং হান্নান সাহেদ, হিরণ মিয়া, মাসুদ চৌধুরী, শামসুদ্দিন শুভ, সৈয়দ সাইফুর রহমান, জুয়েল, মাসুম আহমদ, আলী হুসেন, রাব্বানী, আল আমিন, জুবের আহমদ, রায়হান আহমদ, হুসেন আলী,কবির মিয়া, সেলিম মিয়া, জামাল মিয়া, রায়হান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ