
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় শ্রীমঙ্গল থানা ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার(১২ জুলাই) শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে থানা ক্যাম্পাসে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার উপস্থিত থেকে থানা ক্যাম্পাস ও থানার ড্রেনগুলিতে ফগার মেশিন দিয়ে মশা মারার ওষুধ স্প্রে করেন। শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন,সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় থানা স্থাপনা, অফিস, রান্নাঘর, টয়লেট, ড্রাইনিং, হাজত খানা, থানার মাল খানা, ফুলের টব, অব্যবহৃত পাত্র, পরিত্যক্ত যানবাহন, গাড়ী চাকা, ভবনের ছাদ,থানার সকল স্থাপনার ভেতর ও আশেপাশে সমস্ত জায়গায় পৌরসভার ফোগার মেশিন দিয়ে এই জীবানুনাশক ঔষধ প্রয়োগ করা হয়। এছাড়াও থানায় নিয়োজিত ঝাড়ুদার দিয়ে প্রতিদিন থানা কম্পাউন্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। তিনি আরও বলেন, শ্রীমঙ্গল উপজেলার শহর-বাজারের দোকান, বাড়ি বা স্থাপনার ভেতরে-বাইরে, আশপাশে কোথাও পানি জমে থাকলে এক্ষুনি ফেলে দিন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। চারপাশ পরিস্কার ও পরিচ্ছন্ন রাখুন। পরিবার সহ নিজে সুরক্ষিত থাকুন, প্রতিবেশিকেও সুরক্ষিত রাখুন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, আমরা বছরজুড়ে পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে মশক নিধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। ইদানিং দেখা যাচ্ছে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই মশক নিধন কার্যক্রম ব্যাপক আকারে শুরু করেছি। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত মো: আমিনুল ইসলাম,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: কুতুব আহমদ, মো: ফয়ছল আহমদ প্রমুখ