ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

মাধবপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই

মাধবপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মনতলা কলেজ রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডের ঘটনায় মনতলা বাজারের ব্যবসায়ী স্বনদ্বীপ দেব, ফারুক মিয়া, মাসুক মিয়া, আশিষ চক্রবর্তী ও খেলু মিয়া দোকানের মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, এতে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মাধবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মনতোষ কুমার মল্লিক জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয় লোকজনের সহযোগীতায় আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ