ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

জুড়ীতে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

52902427 7823 4ecb 9dac 16dbcae38369 2110031351 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ সাগরনাল গ্রামের বৃদ্ধ মইন উদ্দিনে মঙ্গলবার বিকেলে সুপারি গাছ কাটতে যান। ওই গাছে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল। গাছ কাটার সময় মইন উদ্দিন বিদ্যুতায়িত হন। তাকে রক্ষা করতে গেলে স্ত্রী এসনো বিবিও (৫৫) বিদ্যুতায়িত হয়ে মারা যান।

জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ