ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মর্মান্তিক মৃত্যু

আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মর্মান্তিক মৃত্যু

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের আজমিরীগঞ্জে টেবিল ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকাল আনুমানিক সাড়ে নয়টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ কদমতারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ মিয়া তালুকদার (১৪) পশ্চিমভাগ কদমতারা গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে। সে পশ্চিমভাগ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকালে নিজের বসতঘরে একটি টেবিল ফ্যান মেরামতের সময় বিদ্যুৎপৃষ্ট হন সৌরভ। পরিবারের লোকজন তাৎক্ষনিক তাকে উদ্ধার চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

শিবপাশা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আলমগীর কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ