ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে গরু বিক্রির টাকা আনতে গিয়ে নি-খোঁ-জ ফাহিম, সন্ধান কামনা পরিবারের

Screenshot 20230614 133426 Gallery - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বিলাল উদ্দিন এর ছেলে মো: ফাহিম আহমদ (১৭) গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। গত ২৫ জুন নিখোঁজ হয় সে।

এ ঘটনায় ফাহিমের পিতা বিলাল উদ্দিন সোমবার (৩ জুলাই) গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত রোববার (২৫ জুন) দুপুর ১২টার দিকে গরু বিক্রয় করার টাকা আনতে শীলঘাটে যায় ফাহিম। এরপর দুপুর আড়াইটার দিকে যে ব্যক্তি গরু ক্রয় করেছেন তিনি ঢাকাদক্ষিণ একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফাহিমের হাতে ৫০ হাজার টাকা দেন। বিষয়টি তাৎক্ষণিক ফাহিম তার বাবাকে জানায়। এরপর থেকে সে টাকা সহ আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি তার পরিবার।

এ ব্যাপারে ফাহিমের পিতা বিলাল উদ্দিন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আমি থানায় একটি জিডি করেছি। আমার ছেলের খোঁজ কোন হৃদয়বান ব্যাক্তি পেয়ে থাকলে আমার সাথে (মোবাইল ০১৮২০-২৮১২৬৭)যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

এছাড়াও গোলাপগঞ্জ মডেল থানায়ও যোগাযোগ করার আহবান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ