ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

৯ জুলাই তারুণ্যের সমাবেশ উপলক্ষে  সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভা

received 3125353677758582 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : কেন্দ্র ঘোষিত কর্মসূচি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ আগামী ৯ জুলাই আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

সমাবেশ সফল করার লক্ষ্যে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এর সভাপতিত্বে সংগঠনের অস্হায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সণ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, ডাঃ নাজমুল ইসলাম, মোর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমদ মাসুক, আমির হোসেন, আফজাল উদ্দিন, নুরুল মোমিন খোকন, মতিউল বারী খোর্শেদ প্রমূখ।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ তাদের নিজ নিজ মতামত ব্যক্ত করেন।

সভায় বক্তারা ৯ জুলাইয়ের তারুণ্যের সমাবেশে সর্বাধিক উপস্হিত থেকে সমাবেশকে সফল করার আশাবাদ ব্যক্ত করেন। সভায় ৪,৫,৬ ও ৭ তারিখ বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক বৈঠক করার সিদ্ধান্ত গৃহিত হয়।

সভার শেষাংশে বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্ঠা মরহুম এম এ হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ