ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মেয়রপ্রার্থী শাহজাহান মাস্টারের কৃতজ্ঞতা প্রকাশ

Untitled 1 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. শাহজাহান মিয়া (শাহজাহান মাস্টার) নগরবাসী, ভোটার ও শোভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৭ জুন) এক বিবৃতিতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ২১ জুন নগরবাসী আমাকে ভোট দিয়ে ও সমর্থন দিয়ে যে সহযোগিতা করেছেন তা আমার অনুপ্রেরণা হয়ে থাকবে। এই অনুপ্রেরণা আমাকে আরো সামনের দিকে চলার পথে সাহস যোগাবে। পাশাপাশি সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেকে আমাকে সাহায্য করেছেন আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। তিনি বলেন, উন্নয়নের পথে, শান্তির পথে, গণতন্ত্রের পথে, আমি মনে করি স্বপ্ন দেখাটা ভাগ্যের ব্যাপার নয়, স্বপ্ন দেখাটা প্রত্যেকের অধিকার। তাই সকলের দোয়া ও সহযোগিতায় আমি আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি বৃহত্তর সিলেটে এসে যে মায়া, মমতা, শ্রদ্ধা, ভালোবাসা পেয়েছি তা আমার নিজের ভাষায় বলে শেষ করতে পারবো না।

অতীতের সকল দুঃখ, কষ্ট ভুলে গিয়ে আসন্ন ঈদুল আযহার পূর্ব মূহুর্তে জানাই ঈদের শুভেচ্ছা- ‘ঈদ মোবারক’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ