ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

যে কেদ্রে ভোট দেবেন আনোয়ারুজ্জামান চৌধুরী

IMG 20230620 WA0015 1 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট প্রয়োগ করবেন নগরীর ৮ নং ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে।

ভোটের দিন বুধবার সকাল ৮ ঘটিকার সময় তিনি সপরিবারে কেন্দ্রে ভোট দিয়ে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে বের হবেন।

আওয়ামী লীগের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয় সেই পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন সচেতন নগরবাসী এবং দলীয় নেতাকর্মীর প্রতি। বিশেষ প্রয়োজনে মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর নাদেলের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

কেউ যাতে ভোটকেন্দ্রের বাইরের বা ভেতরের পরিবেশ নষ্ট করার সুযোগ না পায় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ