ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

শাবিপ্রবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার

355431396 966797001328293 6913477789598469401 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) ক্লাসে সহপাঠীকে মারধর ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে দুইজন শিক্ষার্থীকে ২ বছরের (৪ সেমিস্টার) জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২২৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্টার মো. ফজলুর রহমান।

তিনি বলেন, ক্লাসে শৃঙ্খলা ভঙ্গ তথা ক্লাসে সহপাঠীকে মারধরের দায়ে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গুলশান আহমেদকে ২ বছরের (চার সেমিস্টার) জন্য বহিষ্কার করা হয়েছে। এই আদেশ বহাল থাকা অবস্থায় তিনি হল ও ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
পাশাপাশি একই বিভাগের ও একই বর্ষের শিক্ষার্থী সালমা আক্তার বীথিকে পরীক্ষায় অসদুপায় (লুজ পেপারে আগে লিখে নিয়ে এসে পরীক্ষায় জমা দেওয়া) অবলম্বনের জন্য দুই বছরের (চার সেমিস্টার) জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও তিনি আরও জানান ,পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের (স্নাতকোত্তর) ৫ জন এবং ২০২০-২১ সেশনের (প্রথম বর্ষ) ১ জনের একটা করে কোর্স বাতিল করা হয়েছে।

অন্যদিকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ১ জন ও রসায়ন বিভাগের ১জন শিক্ষার্থীকে একই কারণে সংশ্লিষ্ট সেমিস্টারের রেজিস্টেশনকৃত সকল কোর্স বাতিল করা হয়েছে। পরবর্তী সেমিস্টারে তারা এ কোর্স রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ