ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

জৈন্তাপুরে অভিযান:ভারতীয় চিনি ও কভার্ডভ্যানসহ আটক-২

জৈন্তাপুরে অভিযান:ভারতীয় চিনি ও কভার্ডভ্যানসহ আটক-২
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে (১৮ মার্চ) রবিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্বলক্ষীপ্রসাদ প্রকাশ ফেরীঘাট এলাকার সিলেট তামাবিল মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমানের নেতৃত্ব সঙ্গীয় ফৌর্স সহ অভিযান পরিচালনা করে চোরাইপথে ভারত হতে নিয়ে আসা ১শত বস্তা ভারতীয় চিনি সহ চিনি বহনকারী ১টি কভার্ডভ্যান গাড়ী সহ দুইজন কে আটক করা হয় ৷
আটককৃতরা হল বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর গ্রামের মৃত ফয়জুল হাওলাদার এর ছেলে ফারুক হোসেন  (৩২) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বীরঘোষপাড়া গ্রামের সাহাব উদ্দিন এর ছেলে মো. রুবেল মিয়া (২৫) ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ১শত বস্তা ভারতীয় চিনি সহ ১টি কভার্ডভ্যান সহ ২জনকে আটক করা হয়েছে ৷ তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ