ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিসিক নির্বাচন: ২১ দফা ইশতেহার করলেন আনোয়ারুজ্জামান

354873037 933311897782108 6688949352226263484 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :  সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২১ দফা ইশতেহার ঘোষণা করলেন প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোরুজ্জামান চৌধুরী। ভোটের ৩ দিন আগে শনিবার (১৭ জুন) দুপুরে নগরের নির্বানা ইন হোটেলের কনফারেন্স কক্ষে স্মাট সিটি সাজাতে ইশতেহার ঘোষণা করেন।

২১ দফা ইশতেহারে রয়েছে, স্মার্ট নগর ভবন, সবুজ পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব সিলেট, জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণে পরিকল্পনা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন, নিরাপদ স্বাস্থ্যকর সিলেট, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা, শিক্ষা ও সংস্কৃতিবান্ধব সিলেট গঠন করা, নারীবান্ধব সিলেট গঠন করা, ব্যবসা-বান্ধব সিলেট, পার্ক, উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠা, যানজট নিরসনের সচল সিলেট, কর্মসংস্থানের মানবিক উন্নয়নে সিলেট গঠন, প্রবাসী বান্ধব, সম্প্রীতির নগর হিসেবে সম্প্রীতি সিলেট গঠন, নামের সাথে মিল রেখে পর্যটন নগরী গঠন, সামাজিক অপরাধ নির্মূল, অংশগ্রহণমূলক ও সুশানিত সিলোট, মৌলিক সেবার মাধ্যমে নাগরিক বান্ধব সিলেট গঠন, সিলেটের মোট ভোটারের প্রায় ৩২ শতাংশ নতুন ভোটারের জন্য তারুণ্যের সিলেট, সকল সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রযুক্তির সিলেট গঠন করা।

গ্রীন-ক্লিন-স্মার্ট সিলেট স্বপ্নপূরণে “আমরার সিলেট” নাম দিয়ে ইশতেহার প্রকাশ করেন নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

ইশতেহার ঘোষণা কালে তিনি বলেন, “আমি গতানুগতিক নেতা হতে আসিনি, নির্ভরতার প্রতীক হাতে এসেছি। নির্বাচিত হতে পারলে অপরিকল্পিত কসমেটিক উন্নয়ন করতে চাই না। ” তাছাড়া নগরপিতা শব্দটিতে কেমন যেনো দূরত্ব অনুভব করেন তিনি। তাই নগর পিতা নয়, বরং নগরবাসীর সেবক হতে পারলে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে।

ইশতেহার ঘোষণাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ