ইউকে বাংলা অনলাইন ডেস্ক : নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে জাহান আহমেদ নামের দেড় বছর বয়সী ১ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুুন) সকাল ১১টায় দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ইউসুফ আলীর পুত্র। জানা যায়, সকাল ১১টায় পরিবারের সবার অগোচরে বাড়ীর পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে শিশু জাহানের মৃত্যুতে তার মা বাবা ছেলের শোকে বার বার মুর্ছা যাচ্ছে। শিশু পুত্রকে হারিয়ে ইউসুফ আলীকে সজ্ঞাহীন অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।










