
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেটের জৈন্তাপর উপজেলায় শুক্রবার এক মৎস শিকারীর মৃত্যু হয়।জানা যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুন্জি গ্রামের সবেক মসজিদে ইমাম মাও আব্দুল গফুর(৫৫) দুপুর ১২ টার দিকে একটি জ্বাল নিয়ে মৎস শিকারের উদ্দেশ্যে হাওরে যান।জুমআর আজানের পর তার পরিবার তাহাকে খুঁজে না পেয়ে অনেক খুঁজাখুঁজি করে হাওরে গিয়ে তার পানিতে ভাষা লাশ দেখতে পায়।পরে তাহার লাশ বাড়িতে পৌছালে ধারনা করা হায় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়ল বলেন আমাকে কেহ এ বিষয় কিছু জানায় নি।জানালে প্রয়োজনীয় ব্যবস্হা নেবো।