ইউকে বাংলা অনলাইন ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে মুয়াজ্জিন ইরফান আলী হত্যা মামলা তুলে নিতে বাদিকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় নিহতদের ছেলে বায়েজিদ মিয়া লিটন বুধবার রাতে মাধবপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন।
সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, মামলার আসামী রসুলপুর গ্রামের কুতুব মিয়া (২৯) জসীম উদ্দিন (২৮) ও জামাল মিয়া (২৫) উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে মামলার বাদিকে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে। এছাড়া আসামীরা নিহতের পরিবারের লোকদের রাস্তা ঘাটে দেখলে অশ্লিীল ভাষায় গালাগাল করে বিভিন্ন ধরনের উসকানিমূলক কথাবার্তা বলে। মামলা প্রত্যাহার না করায় গত বুধবার বিকেলে সুরমা চাবাগানে বাদিকে একা পেয়ে হুমকি দেয় পিতার মত থাকেও খুন করা হবে। এছাড়া মামলার আসামীরা স্বাক্ষীদের হুমকি দিচ্ছে।
উল্লেখ্য, গত ২২এপ্রিল ঈদের দিন রসুলপুর মুয়াজ্জিন ইরফান আলী উচ্চ স্বরে সাউন্ডবক না বাজাতে নিষেধ করায় ওই গ্রামের একদল উঙ্খৃল লোক মুয়াজ্জিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এঘটনায় ওই দিন রাতে নিহতের ছেলে বায়েজিদ মিয়া লিটন ২৮জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাধারণ ডায়েরি প্রসঙ্গে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, সাধারণ ডায়েরি তদন্ত করে আইনগত ব্যবস্থার পাশাপাশি বাদির নিরাপত্তা জোরদার করা হয়েছে।










