ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বারের উদ্বোধন

350335877 1024351328729271 3039404254510891214 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরকারি হাসপাতালে ডাক্তারদের বৈকালিক চেম্বারের শুভ উদ্বোধন করা হয়েছে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সরকারি স্থাপনা ও বিদ্যমান সুবিধাদির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নিধারিত অফিস সময়ের পর চিকিৎসা সেবা প্রদান করে ক্রমবর্ধিষ্ণু জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে সকল সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে (সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিন ব্যতীত) ইনস্টিটিউশনাল প্র্যাকটিস নীতিমালা-২০২৩ নামে অভিহিত এই কার্যক্রমের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হোসেন।

সেবা প্রত্যাশীগণ কনসালট্যান্ট ৩০০টাকা এবং মেডিকেল অফিসার ২০০টাকা ফি এর বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসক/ এমবিবিএস/ বিডিএস অথবা সমমানের চিকিৎসকগণের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। তবে রিপোর্ট দেখানোর ক্ষেত্রে রোগীকে কোন ফি প্রদান করতে হবে না। বৈকালিক এই কার্যক্রমে দুপুর আড়াইটা হতে পাঁচটা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিকিৎসকগণ রোগী দেখবেন। ১৩ জুন বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার, নাসিং সুপারভাইজার ও অন্যান্য সিনিয়র স্টাফ নার্সবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ